সব খুনের কড়ায় গন্ডায় হিসেব হবে।সরকারে এসে সমস্ত খুনের তদন্ত করব আমরা।বিশেষ করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা-র বিরুদ্ধে তদন্ত করা হবে।
সোমবার সকালে বারাসতের ন’পাড়ায় চায়ে পে চর্চার কর্মসূচিতে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন BJP-র রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।BJP নেতা মনীশ শুক্লার খুনে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি বলেন,”পুলিশের মদতেই এই খুনের ঘটনা ঘটেছে।
খুনের পরিকল্পনার বিষয়ে সবকিছু জানা ছিল পুলিশের।না হলে এভাবে খুন হতে পারে না।পুলিশ সম্পূর্ণ তৃনমূলের দলদাসে পরিনত হয়েছে।রাজ্যের থানা গুলো দুষ্কৃতীদের কেন্দ্র ভূমি হয়ে উঠেছে”।