বিশ্বভারতীর উপাচার্য যদি পদে থেকে যা খুশি করে ও বিজেপি কে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাগলামো করে। তাহলে ছাড়বো না, বিশ্বভারতীর মধ্যে ঢুকে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দেব।
এতদিন বিশ্বভারতী নিয়ে মাথা ঘামায় নি, রাজনীতি করিনি। এবার বিশ্বভারতী কে নিয়ে সক্রিয় রাজনীতি করবো। বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
পাশাপাশি তিনি জানানবিজেপি নেতা অমিত শাহের মিথ্যা কথার জবাব দিতে ২৯ তারিখ বোলপুরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে রোড শো। তার আগের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর প্রশাসনিক বৈঠক হবে বোলপুরে।
বোলপুর ডাকবাংলা ময়দান থেকে চৌরাস্তা অবধি রোড শো হবে। অমিত শাহ বাউল এর বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন, তাই মুখ্যমন্ত্রীর রোড শোতে ১০০০ বাউল অংশ নেবে। বাসুদেব দাস বাউলের বাড়িতে অমিত শাহ মধ্যাহ্নভোজন করেছিলেন সেই বাউল শিল্পী কেও হাঁটতে দেখা যেতে পারে মিছিলে। এমনই আভাস দিয়ে রাখলেন অনুব্রত মণ্ডল।