মা আসছে, কাশফুলে, কাশফুলে, মেলা ।
শিউলির সুবাশে ভরে আকাশ ,কোকিলের সুরে, পেঞ্জা মেঘের ছোঁয়ায়, মায়ের দোলাই আগমন। সেই আগমনের ছোঁয়া লেগেছে, দক্ষিণ 24 পরগনা বারুইপুর ,সুবুদ্ধিপুর স্বপ্নপূরণ আবাসনের ।দেবী দুর্গার আগমন মায়ের কাছে আবেদন, করোনাভাইরাস নামক অসুর বধ করে মুক্ত করো মা এ ধরিত্রিকে।

এ বছর নতুন পদক্ষেপ স্বপ্নপূরণ আবাসনের বাসিন্দাদের। বাইরে নয় এবছর আবাসনের মধ্যে আমরা কাটাব এই পূজা কটা দিন। দুর্গাপূজা শুরু থেকে স্বপ্নপূরণের পরিবার একত্রিত হয়ে হাতে হাত রেখে মায়ের আগমনী বার্তা পৌঁছে দেবো আবাসনের চারিপাশে। তাই পূজা কদিন স্বপ্নপূরণ আবাসিকদের নতুনভাবে দেখবে বারুইপুর সুবুদ্ধিপুর এলাকার বাসিন্দাদের।




পঞ্চমী থেকে নবমী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে ।তাদের সমস্ত অনুষ্ঠান সামাজিক দূরত্ব মেনে, মুখে মাক্স পড়ে ,কার্যকর করা হবে। যার হাত ধরে এ বছর স্বপ্নপূরণ আবাসনের দেবী দুর্গার আগমন বিশিষ্ট সমাজসেবী পিনাকী রায় গান্ধী এবং আবাসনের মহিলারা তাদের হাতে একটু ছোঁয়ায় মায়ের অপরূপ সাজে দেখবে স্বপ্নপূরণের আবাসনের বাসিন্দারা।