দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু দুই, আহত এক। মৃত ব্যক্তির নাম আবসার সেখ (৬০) বড়ঞা থানার অন্তর্গত পাচথুপির বাসিন্দা। অন্যজন বিষ্ণু চন্দ্র (২৪) বাড়ি কান্দি থানার অন্তর্গত গোপিনাথপুরে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে কান্দি সাইথিয়া রাজ্য সড়কের কল্যাণপুরের কাছে।

জানা যায়, কান্দি থেকে সাইথিয়াগামী রাস্তায় যাচ্ছিল অপরদিক থেকে আসা বাইকে মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের আহত হয় একজন। স্থানীয়দের তৎপরতা আহতকে কান্দি মহুকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।



