
উত্তর 24 পরগনা জেলায় কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে হাবরা অশোকনগর যশোর রোড অবরোধ করে তৃণমূল কর্মীরা!এই অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়!




ভোগান্তিতে ভুগতে হয় অফিস যাত্রী থেকে নিত্যযাত্রীদের!প্রায় ঘন্টাখানেক অবরোধ চলে!এদিনেই অবরোধে উপস্থিত ছিলেন, অশোকনগরের বিধায়ক ধীমান রায়!