শুক্রবার মহালয়ার পুর্নলগ্নে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। অল্পের জন্য প্রানের বাচল প্রায় সকলেই।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া জগপুর রোডের উত্তমপল্লী মোড়ে।

স্থানীয় সুত্রে জানাগেছে এদিন সাত সকালে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার জেরে গুরুতর জখম ১ আহত ৪ জন।তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।মোটরবাইক দুটি দুমড়ে মুচড়ে গেছে।




আশংকাজনক অবস্থায় একজন তার মাথায় গুরুতর আঘাত।পুলিশ গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনার তদন্তে রানাঘাট থানার পুলিশ।