নিজস্ব সংবাদদাতা:এবার কালি পুজোয় ফাটানো যাবে না বাজি।নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।আর সেই কারণে এনকেডিএ এর উদ্যেগে পালিত হলো রঙ্গলি উৎসব ও প্রদীপ জ্বালানো উৎসবের আয়োজন করা হলো।

অনুষ্ঠানটি হয় নিউটাউন এর আকাঙ্খা পঞ্চ প্রদীপ মোড়ে।নাচ গান এর মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিল দেবাশীষ সেন সহ বিশিষ্ট জনেরা।




দেবাশীষ সেন জানান, সবাইকে বলছি যাতে বাজি না পোড়ায়, বায়ু দূষণ কম হয়।যাতে করোনা আক্রান্তদের কোনো অসুবিধা না হয় সেই জন্য সবাইকে নিয়ে রঙ্গলি উৎসব সেইজন্য সবাইকে নিয়ে প্রদীপ জ্বালানো উৎসব খুব সুন্দর হয়েছে।এবং এনকেডিএ সবার কাছে এপিল করছে যাতে এয়ার পলিউশন না হয় অন্য রকম ভাবে পালন করা যায়।