মধ্যমগ্রাম: রাজ্য সরকার খুনিদের সঙ্গে হাত মেলাল। সরকার ও শাসক দল আমাদের সঙ্গে প্রতারণা করল। মোর্চা-তৃণমূল জোট প্রস্তাব শোনার পর বৃহস্পতিবার এমনই প্রতিক্রিয়া জানালেন নিহত পুলিশ অফিসার অমিতাভ মালিকের বাবা সৌমেন মালিক।

২০১৭ সালের ১৩ অক্টোবর দার্জিলিংয়ের পাতলেবাসে মোর্চার ডোরায় অভিযান চালাতে গিয়ে গুলিতে খুন হন রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর অমিতাভ মালিক। সেই খুনে এফআইআরে নাম রয়েছে মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরি-সহ অন্যদের।




বুধবার কলকাতায় এসে বিমল গুরুং সাংবাদিক বৈঠক করে বলেন, বিজেপি জোট ছেড়ে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান। তৃণমূলের পক্ষ থেকে তাতে সম্মতিও জানানো হয়েছে। সে কথা জানার পর অমিতাভর বাবা জানালেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিতাভর খুনিদের শাস্তি হবে।




আজ দেখছি, আমার ছেলের খুনিদের সঙ্গে সরকার হাত মেলাচ্ছে। আমাদের সঙ্গে সরকার ও শাসক দল প্রতারণা করল। আমরা এই সরকারের কাছে বিচার পাব না। আমরা রাজ্যপালের কাছে যাব।’