উপাভোক্তাদের অভিযোগ বাগদা বাজারের রেশন ডিলার বিকাশ সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের রেশন সামগ্রী পরিমাণে কম দেয় ।
এবং রেশন নানা অজুহাতে নিজের কাছে রেখে দিয়ে দীর্ঘদিন ধরে রেশন দেয় না । একটি অন্তর্দায় কার্ডে ১৫ কেজি চাল ও ২০ প্যাকেট আটা দেওয়ার কথা থাকলেও উপাভোক্তাদের দেওয়া হচ্ছে ১৫ প্যাকেট আটা । শনিবার সকালে আটা কম দেওয়ার ফলে, এলাকায় উত্তেজনা তৈরি হয় ।
উপভোক্তারাই বিকাশ সরকারের রেশনের দোকানে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগদা থানার পুলিশ ।
বাগদার জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রেশন সামগ্রী দিলেও ডিলারদের দুর্নীতির কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নাম হচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি আমি।
যদিও রেশন ডিলার বিকাশ সরকারের দাবি আটা কম দেওয়ার কোন প্রশ্ন নেই । আমরা ডিউ লিখে দিই এক মাসের মধ্যে আটা এলে আমরা তাদেরকে আটা দিয়ে দিই । রেশন দোকানে কেন তালা দিয়েছে আমার জানা নেই ।