10 দফা দাবিতে বারাসাত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল NFITU।
আজ বারাসাত জেলাশাসক দপ্তর সংলগ্ন এলাকায় বিক্ষোভ সমাবেশের মাধ্যমে পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত শ্রমিক কর্মচারীদের বেঁচে থাকার ন্যূনতম স্বীকৃতি আদায়সহ 10 দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল NFITU।

করোনা মহামারী পরিস্থিতিতে পরিযায়ী ও অসংগঠিত শ্রমিক কর্মচারীরা অর্থাভাবে, অনাহারে মারা যাচ্ছেন, কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। অথচ রাজ্য সরকার সমস্ত কিছু দেখেও নির্বিকার হয়ে আছে। রাজ্যের শ্রমিক-কর্মচারীদের প্রতি যে ন্যূনতম সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করার কথা, তার প্রতি একপ্রকার উদাসীন অবহেলিত মানসিকতার পরিচয় দিচ্ছে রাজ্য সরকার।




প্রতিনিয়তই রাজ্য সরকার কর্তৃক অবিচারের শিকার হচ্ছেন পরিযায়ী শ্রমিক ও অসংগঠিত শ্রমিক কর্মচারীরা। এছাড়াও কেন্দ্রীয় সরকারের কিছু জনমুখী আর্থিক প্রকল্পও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কার্যকরী করতে গড়িমসি করছে রাজ্য সরকার। এই সমস্ত 10 দফা দাবির শীঘ্র সমাধান সূত্র বের করার দাবিতে বারাসাত জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দিল NFITU.