
কান্দিতে দশ দফা দাবিতে মৌন মিছিল করল কান্দি মহকুমা ডেকরেটাস অ্যাসোসিয়েশন। সোমবার সকালে কান্দি আরএমসি ময়দান থেকে মৌন মিছিল করে মহুকুমার শাসকের দপ্তরে সামনে মৌন অবস্থান করে।




অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় প্রধান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দাবি সমূহ জানানো হয়েছে কোনো ফল না হয় আজ মৌন মিছিল সংঘটিত করা হয়েছে ভবিষ্যতে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবে অ্যাসোসিয়েশন।