নিজস্ব সংবাদাতা : বারাসাত কেন্দ্রীয় সরকারের শ্রম আইনের বিরোধিতা করে মঙ্গলবার বারাসাতে জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাল ভারতীয় মজদুর সঙ্ঘ।

পোস্টার হাতে বেশ কিছুক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।পরে,সংগঠনের এক প্রতিনধিদল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের দপ্তরে।




আন্দোলনকারীদের কথায়,”কেন্দ্রীয় শ্রম আইনের প্রতিবাদে সম্প্রতি নন্দীগ্রামে তাঁরা আন্দোলনে করতে যান।কিন্তু,সেই আন্দোলনে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়।তাতে সংগঠনের বেশ কয়েকজন কর্মী জখম হন”।




এরও তীব্র বিরোধিতা করেন ভারতীয় মজদুর সঙ্ঘের নেতারা।সোচ্চার হন শাসকদলের ভূমিকা নিয়েও।অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন জেলাশাসকের দপ্তরের সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল।