পথ শিশু ও ভবঘুরেদের নিয়ে শুক্রবার প্রথম বর্ষের রথযাত্রার সূচনা হয় হৃদয়পুরে। নিয়ম মেনে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হওয়ার পর এদিন বিকালে রথযাত্রা শুরু হয়।
উপস্থিত ছিলেন সমাজসেবী চিকিৎসক ডাঃ পর্ণা কুন্ডু , হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়, সৌভিক ঘোষ, সুপর্ণা মন্ডল সহ বিশিষ্টজনেরা। এদিনের এই রথযাত্রা হৃদয়পুর থেকে শুরু হয়ে বারাসত নবপল্লী কাঁঠালতলায় এসে শেষ হয়।

রথযাত্রা উপলক্ষে এদিন দুপুরে এই পথ শিশু ও ভবঘুরেদের বসে খাওয়ানোর পাশাপাশি রথযাত্রা শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জিলাপি ও পাঁপড়। এদিন বিড়ার এম আর হাসপাতালের কর্ণধার জাহিদুল সরকারের তত্বাবধানে ওই পথশিশু ও ভবঘুরেদের হাতে ফলের প্যাকেটও তুলে দেওয়া হয়।