নেতাজির 125 তম জন্মদিন উযাপনের প্রত্যেকটি রাজনৈতিক দলেরই উন্মাদনা দেখা গেলেও ঠিক তারপরের দিন দেখা গেল একেবারে উল্টো চিত্র ।
রাস্তায় পড়ে থাকা দেশ নায়কের ছবি।সেই ছবি মারিয়ে চলছে জনগণ । সেই চিত্র সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা ধরা পড়াতে নতুন করে শুরু হল চাঞ্চল্য।

সোমবার সকালে এমন চিত্র দেখা গেল উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাত কলোনি মোর চত্বরে।
ঘটনায় নিন্দা করেছে সর্বস্তরের মানুষ এভাবে দেশ নায়কের ছবি কে পড়ে থাকা এবং তাকে পালিয়ে যাওয়াকে দেশের অবমাননা বলে ব্যাখ্যা করেছেন সাধারণ মানুষ।