৩৪নম্বর জাতীয় সড়কে ব্রেকফেল হয়ে যাত্রীবাহী বাস নয়ানজুলিতে উল্টে আহত ৭যাত্রী ।
সাগরদীঘি থানার ধুমারপাহাড় এলাকার ঘটনা।
এবার তৃণমূল ছেড়ে প্রায় পাঁচশ’র বেশি কর্মী বিজেপিতে যোগদান করলেন ।
সূত্রের খবর, ৩৫ জন যাত্রী নিয়ে কলকাতা দিক থেকে ডালখোলা গামী যাত্রীবাহী ব্রেকফেল হয়ে জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে বাস উল্টে যায়।
স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে।তাদের মধ্যে আহত সাত জন যাত্রী।
আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।