আবারো হাড় হিম করা দৃশ্য ছবি ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে 6 নম্বর জালিবান্দা অঞ্চলে চন্ডিপুর গ্রামে ।এক অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ পড়ে থাকতে দেখাযায় মাঠের মধ্যে।

ওই যুবতী মহিলার বয়স আনুমানিক 14 থেকেয 15 বছর। ইতিমধ্যে ডেবরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা করা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে। তবে মহিলার পরিচয় এখনো জানা যায়নি।



