
দত্তপুকুর দেবানন্দ মন্ডল হত্যাকাণ্ডে মৃত ব্যক্তির ছেলে ও বউয়ের ফাঁসির দাবি তুলে বারাসাত আদালতের সামনে ব্যাপক উত্তেজনা।
আজ বারাসাত আদালতে দত্তপুকুর বোরো নারায়নপুর এলাকায় চলতি মাসের ১৫ তারিখ দেবানন্দ মন্ডল নামে এক ব্যক্তির খুনের ঘটনায় ধৃত ৩ অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের পর নিয়ে আসা হয়। আদালত চত্বরের বাইরে অভিযুক্তদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে উত্তেজনার সৃষ্টি হয়।।




প্রসঙ্গত গত ১৫ই সেপ্টেম্বর বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুন হতে হয় দেবানন্দ মন্ডল কে। ঘটনা তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে পরিকল্পনা মাফিক বউয়ের প্রেমিক গৌতম দে খুন করে দেবানন্দ মন্ডলকে।এবং ওই খুনের পরিকল্পনার যুক্ত ছিল মৃত ব্যক্তির ছেলে ও বৌ। গত 16 ই সেপ্টেম্বর তাদের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসাত আদালত। আজ তাদের আবার বারাসাত আদালতে তোলা হলে আদালত চত্বরের সামনে তাদের ফাঁসির দাবিতে প্ল্যাকার্ড হাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।



