দক্ষিণ 24 পরগনা : এই রাজ্যের বেকার ছেলেদের চাকরি দেওয়ার নাম করে লাখ টাকা খেয়েছে তৃণমূলের নেতারা। আর টাকা দিয়ে চাকরি পাচ্ছে না তারা।
তাই যারা চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা খেয়েছে তাদের চৌরাস্তার মোড়ে ধরে প্যান্ট ও জামা খুলে নিন।
বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকে রুদ্রনগর স্কুল মাঠে জনসভা থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তীব্র ভাবে আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি আরো বলেন, যে সমস্ত দিদির ভাইয়েরা খেয়েছেন তারা লালুপ্রসাদের মতন জেলে থাকতে হবে।