দক্ষিণ 24 পরগনা বারুইপুর শুরু হল মিলনমেলা । সেই মিলনমেলায় এসে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের স্পিকার বিমান ব্যানার্জি ।
তিনি বলেন রাজীব মন্ত্রিত্ব ছড়ায় আমরা খুব ব্যথিত হয়েছি। রাজিব খুব ভালো ছেলে বিধানসভায় পার্সেন্ট খুব ভালো ছিল।
কি কারনে মন্ত্রিত্ব ছাড়লো আমি জানিনা। যারা সাধারন মানুষের ভোটে জয়ী হয়ে মানুষের বিশ্বাস ভঙ্গ করে তাদের এই দলে আর স্থান নেই।

মানুষ তাদের আর বিশ্বাস করে না। আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গে বলেন যে যা দল করুক না কেন মুসলিম ভোট কাটবেনা ।
মানুষ এর পাশে আছে তৃণমূল। বিজেপির শোভন বৈশাখী প্রসঙ্গে বলেন স্বামী-স্ত্রী সেজে যে রাস্তায় মিছিল মিটিং করছে এমন মিটিং সাজেনা।লোক ভালো চোখে নেবেনা।