সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগর মেলা শুরু হলো ।প্রতি বছর এই সময় থেকে মেলায় পূণ্যার্থীদের ভীড় উপচে পড়ে ।তবে এই বছর শুরুর সময় থেকে ভিড় দেখা গেল না।

করোনা পরিস্থিতি তে স্বাস্থ্যবিধি মেনে তৈরি হয়েছে সেভহোম ,বৃদ্ধি করা হয়েছে ডাক্তার ও নার্স এর সংখ্যা, মজুত করা হয়েছে পর্যাপ্ত পরিমাণে বাস, এমনকি যাত্রী পরিবহন করার পর স্যানিটাইজ করা হচ্ছে যাত্রী বাহি গাড়ি গুলি|




মেলায় তেমন ভিড় না হলেও মেলার সৌন্দর্য্য প্রকাশ পেয়েছে আলোক সজ্জায়।কপিল মুনি আশ্রম সেজে উঠেছে নতুন রূপে।এই বছর প্লাস্টিক আবর্জনার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে।প্লাস্টিকের পরিবর্তে মেলার দোকানদার দের দেওয়া হয়েছে কাগজের প্যাকেট |লকডাউনের সর্বস্বান্ত দিশাহারা হয়ে পড়েছিলেন ব্যবসায়ীরা।




তাদের আসা মেলাতে পরিপূর্ণ তীর্থযাত্রী আসবে । তাদের ব্যবসা ও হবে ।ঠিক কত টা কার্যকর হবে তা বলে দেবে আগামী দিন গুলি। তীর্থযাত্রীদের ঢোকার আগে তাদেরকে কোভিড টেস্ট করা হচ্ছে। যাদেরকে কোভিড আক্রান্ত মনে করা হবে । এবং অসুস্থ বোধ করবে তাদেরকে মেলায় ঢুকতে দেওয়া হবে না |
এমন নির্দেশ আছে জেলা প্রশাসন তরফ থেকে। মেলাতে শুরু থেকে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা।