ঘুম থেকে উঠে বাড়ির সামনের রাস্তার বলি হত হল গৃহবধূকে। দুরন্ত গতিতে ছুটে আসা ইট বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর |
মৃতের নাম ওরিজান সর্দার(৪০)|বুধবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে জয়নগরের বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রামের তাল তলা এলাকায়|এদিন ঘুম থেকে উঠে ওই মহিলা বাড়ির একেবারে সামনের রাস্তার ধারে মুখ ধুচ্ছিলেন ঠিক তখনই বেলে দুর্গানগরের দিক থেকে তিনটি ইট বোঝাই মোটর ভ্যান প্রচন্ড গতিতে যাওয়ার সময় একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে|

এরপরই দ্বিতীয় গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার|তৃতীয় গাড়িটিও একই ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়ানজুলিতে|
দূর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায় তিনটি গাড়ির চালক |দূর্ঘটনার আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসে স্থানীয় বাসিন্দারা| দীর্ঘদিন ধরেই ওই রাস্তা দিয়ে দুরন্ত গতিতে গাড়ি চলাচল করছে বলেই এই দূর্ঘটনা ঘটায় উত্তেজিত জনতা তিনটি গাড়িতেই আগুন লাগিয়ে দেয়|




খবর পেয়ে এরপর ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ|সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় | এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা রয়েছে |পরিস্থিতি সামাল দিতে বকুলতলা থানার পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, ঘাতক গাড়ি চালকদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে।