দীর্ঘদিন ধরেই সকলের অগোচরে নকল ভোজ্য তেলের ব্যবসা চলছিল রমরমিয়ে।গোপন সুত্রে এমন খবর প্রায় প্রতিনিয়ত আসছিল ক্যানিং থানার পুলিশের কাছে।

ফলে শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাত ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার, ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,এসআই লিটন হালদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নকল ভোজ্য তেলের কারখানায় হানা দেয়।
ক্যানিং পেট্রোল পাম্প এর সন্নিকটে ‘প্রমিলা এন্টার প্রাইজ’ থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকার নকল ভোজ্য তেল ও সামগ্রী।




নামীদামী ব্রান্ডের স্টীকার লাগিয়ে এই ভোজ্য তেল ক্যানিং মহকুমার গোসাবা, বাসন্তী জীবনতলা,ক্যানিং সহ বিভিন্ন ছোট বড় বাজারে পাইকারী এবং খুচরো ভাবে বিক্রি করা হতো।




এদিন এই দোকান থেকে পুলিশ নকল তেল সহ প্রচুর সামগ্রী বাজেয়াপ্ত করেছে।পাশাপাশি প্রমিলা এন্টার প্রাইজের বিনয় মন্ডল নামে একজন কে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে পুলিশ।এদিকে এই ভোজ্য নকল তেলের নমুনা ল্যাবে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।




অন্যদিকে এই নকল ভোজ্য তেল শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তা পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে। বলে জানান পুলিশ।আর এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।