সাগরদীঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পাটি অফিসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির 66তম জন্মদিন কেক কেটে পালন করা হয়।
এছাড়াও 200 জন গরিব, দুস্থ মানুষদের পায়েস খাওয়ানো,কম্বল বিতরণ করা হয়।এই জন্মদিনে জনসাধারণের কাছে জন্মদিনের গিফ্ট হিসেবে ভোট কেন্দ্রে তৃণমূলের জোড়া ফুলে বোতাম টিপে ভোট দেওয়া টা হলো গিফ্ট বলে জানান বিধায়ক সুব্রত সাহার পুত্র সপ্তর্ষি সাহা।

এই জন্মদিনের পাটিতে উপস্থিত ছিলেন অধ্যাপক সপ্তর্ষি সাহা, মুর্শিদাবাদ জেলা পরিষদের নারী ও শিশু কল্যান দফতরের কর্মাধ্যক্ষ ভারতি হাঁসদা, সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নুরজামান শেখ। যুব সভাপতি কিসমত আলি ও হাবিবুর রেজা।