রাখে হরি মারে কে তেমনি চোখের সামনে জলজ্যান্ত প্রমাণ মিলে গেল সুন্দরবনের গভীর রাতে ঘটনাটি ঘটে।
দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলীয় থানার সাতজেলিয়া তে। মা চন্ডী নামে একটি বোট পর্যটকদের হোটেলে নামিয়ে রাতে যখন নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল তখনই হঠাৎই আগুন লেগে যায় বোট টিতে।
পুরোপুরি বশীভূত হয়ে গেছে জলযানটি। তবে পর্যটকদের কোনো ক্ষতি হয়নি। তারা সকলেই নিরাপদে আছেন। মা চন্ডী নামে বোটটিতে কি কারনে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ।

আগুন লাগার পর স্থানীয় মানুষজন নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
পর্যটকদের বক্তব্য সুন্দর বন জঙ্গলে ঘোরাফেরার পর দিনের শেষে বোর্ড থেকে নেমে যখন হোটেলে থাকার জন্য ব্যবস্থা গভীর রাতে আগুন লেগে বশীভূত হল একটি পর্যটক বোঝাই বোর্ড।
হঠাৎ সেইববোডটি দাউদাউ করে আগুন জ্বলে যায়।