শুক্রবার বিকালে হঠাৎই আগুন লেগে গেলে আগুনে ভস্মীভূত হয়ে যায় ৫ টি বাড়ি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার ৭ নম্বর দিঘীরপাড় এলাকায়।
এদিন সাত নম্বর দিঘীরপাড় এলাকায় একটি বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়।সেই আগুনে ছড়িয়ে পড়ে আরও ৪ টি বাড়িতে।
স্থানীয় মানুষজন বিষয়ে দেখতে পেয়ে ক্যানিং মহকুমা দমকল বিভাগে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ১ টি দমকলের ইঞ্জিন।দমকলের ১ টি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

এদিকে দমকল বাহিনীর প্রাথমিক উঠে সট সার্কিট থেকে আগুন লাগে।তবে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে খতিয়ে দেখছে দমকল বিভাগ ও পুলিশ।
এদিকে আগুন পুড়ে ভস্মীভূত ঘরবাড়ির পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়ে।তারা অভিযোগ করে বলে এই শীতের মধ্যে কোথায় যাবো এবং কি করবো কিছুই জানিনা।




ক্যানিং মহকুমা দমকল বিভাগ জানান হঠাৎই আগুন লেগে গেলে বেশ কটি বাড়ি আগুন ভস্মীভূত হয়।তবে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।