ঠান্ডা পড়তে না পড়তে রসিক বাঙালি মোজে যায় আনন্দেতে। সেই আনন্দ নিরানন্দ পরিণত হল। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার নারায়নপুরে গাড়ি উল্টে আহত হলেন কুড়ি জন পর্যটক।
স্থানীয় সূত্রে জানা যায়- দক্ষিণ রঘুনাথপুর থেকে বকখালি তে পিকনিক করতে যাওয়ার সময় হঠাৎ নারায়ণপুরের নিমতলা স্টপিজের কাছে সকাল সাতটার সময় একটা গাড়ি আর একটি গাড়িকে পাশ কাটিয়ে যেতে গেলে দুর্ঘটনাটি ঘটে।

গাড়িতে 25জন যাত্রী ছিল। তাদের মধ্যে 20 জনকে আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাকদ্বীপ মহাকুমার হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনার 4 জন গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে নামখানার দশ মাইলের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- কামারহাটি থেকে বকখালি তে পিকনিক করতে যাওয়ার সময় দশ মাইল এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজলিতে পড়ে যায় ।
তারপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় গাড়িটিকে উপরে টেনে তোলা হয়। এই ঘটনায় গাড়ির ভেতর থাকা দুজন পর্যটক কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেন।