নিজস্ব সংবাদদাতা : ৩২তম শ্যামা আরাধনা মগ্ন বারুইপুর উত্তরভাগ নিমতলা বালক সংঘ। বাজির প্রতিযোগিতা নেই। চুনি লাইটের প্রতিযোগিতায় মগ্ন বালক সংঘ।

মাতৃমন্দির প্রগ্রমস ফুল দিয়ে সাজানো। করোনা আবাহের মধ্যে পূজাতে অনেক মানুষ নতুন বস্ত্র পড়তে পারেনি ।তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেবেন বালক সংঘ পূজা কমিটি। নতুন বস্ত্র এর অবদান বারুইপুর ব্লক সভাপতির শ্যামসুন্দর চক্রবর্তী।