নিজস্ব সংবাদদাতা:বনগাঁ শহর কংগ্রেস পার্টি অফিসের জায়গায় পাঁচিল তুলবার চেষ্টা ও রাজীব গান্ধী মূর্তি ভাঙ্গার চেষ্টা প্রতিরোধ করতে গেলে শহর কংগ্রেস সভাপতিকে মারধরের অভিযোগ।
অভিযোগ বুধবার গভীর রাতে বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকী খবর পান বনগাঁ শহর কংগ্রেসের পার্টি অফিসের প্রতিবেশী রবীন্দ্রনাথ সিংহ পার্টি অফিসের জায়গা দখল করে পাঁচিল দিচ্ছেন।তিনি ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছে বাধা দিতে গেলে শহর কংগ্রেস সভাপতি মহিবুল সিদ্দিকীকে মারধর করা হয় এবং তার সামনেই রাজীব গান্ধীর মূর্তি ভাঙ্গার চেষ্টা করা হবে বলে অভিযোগ।
যদিও রবীন্দ্রনাথ সিংহ জানিয়েছেন তাদের জায়গা দাদা জোরপূর্বক কংগ্রেসের সভাপতির নেতৃত্বে দখল করে রাখা হয়েছে এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছিল।