পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা বহরমপুর লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় আনার দাবিতে আজ রাজ্যজুড়ে কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সেই মোতাবেক রাজ্য তথা জেলার পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞা তেও এই কর্মসূচি অংশ নিয়ে বড়ঞা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে স্মারকলিপি প্রদান করলেন বড়ঞা বিধানসভার কংগ্রেস বিধায়িকা প্রতিমা রজক।বিডিওর হাতে স্মারকলিপি প্রদানের পর ব্লক অফিসের সামনে একটি পদযাত্রা মাধ্যমে মুর্শিদাবাদ জেলার সমস্ত শ্রমিকদের প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা আনার দাবিতে একটি পদযাত্রাও করে কংগ্রেস নেতৃত্ব।