
দীর্ঘ দুই মাস ধরে জিমন্যাস্টিক প্রশিক্ষণ চলছে বারাসত সমন্বয়। 30 জন বাচ্চাকে নিয়ে চলছিল এই প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণে অংশগ্রহণ করলেন আন্তর্জাতিক মঞ্চের পদকজয়ী প্রণতি নায়েক।




তিনি বাংলার প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক জিমন্যাস্টিক পদক জিতে ছিলেন।মঙ্গোলিয়ায় সিনিয়র এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন প্রণতি। ১৩. ৩৮৪ পয়েন্ট করে। ভল্টিং ইভেন্টে সোনা জিতলেন চিনের ইউ লিনমিন (১৪. ৩৫০) এবং রুপো পেলেন জাপানের আয়াকা শাকাগুচি (১৩. ৫৮৪)।




জাকার্তা এশিয়ার ছাড়াও বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কমনওয়েলথ গেমস, এশিয়ন চ্যাম্পিয়নশিপ,আন্তর্জাতিক মঞ্চে প্রণতি গত কয়েকবছর ধরেই নামছেন দেশের জার্সিতে। পরের খেলা গুলাতে প্রিপারেশন নেয়ার জন্য মেদিনীপুর থেকে আসেন বারাসাতে।বারাসাত সমন্বয় এর পক্ষ থেকে আজ প্রণতি নায়েক কে সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনা জানালো বারাসাত সমন্বয়ের প্রশিক্ষণ শিবির খুদে ছাত্র-ছাত্রীরা।



