নিজস্ব সংবাদাতা: ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিজয় মুখার্জীর বাড়িতে পুলিশি তল্লাশি তে চাঞ্চল্য ইছাপুর প্রভাসপল্লী এলাকায়।এই ঘটনায় যথেষ্টই আতঙ্কে রয়েছে বিজয় মুখার্জী এবং তার পরিবার।

কোন দুষ্কৃতী তার বাড়িতে আশ্রয় নিয়ে রয়েছে এই অভিযোগ দেখিয়ে সোমবার তার বাড়িতে নোয়াপাড়া থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের একটি প্রতিনিধি দল তার বাড়ি সার্চ করতে এসে তার বাড়িতে সার্চ করে কিছু না পাওয়ায় তারা একটি কাগজে লিখে দিয়ে যায় কোন কিছু পাওয়া যায়নি বলে। আতঙ্কিত মুখার্জি পরিবারের এখন একটাই কথা বিজেপি করার কারণে এবং অর্জুন সিং ঘনিষ্ঠ হওয়ার জন্য তাদের হেনস্থার শিকার হতে হচ্ছে.