ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা হাবরা হাসপাতাল। রবিবার রাতে হাবরা দক্ষিণ মন্ডলের বাসিন্দা বৃন্দাবন মন্ডল কে সাপে কামড়ায় তড়িঘড়ি পরিবারের লোকেরা হাবরা হাসপাতালে নিয়ে আসে।

অভিযোগ রাত বারোটায় হাবরা হাসপাতালে নিয়ে আসা হলেও ভোর চারটে পর্যন্ত কোনই চিকিৎসা হয়নি তার কারণেই মৃত্যু হয় বৃন্দাবন মন্ডলের। হাসপাতালে কোন চিকিৎসা না হয় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি দলীয় কর্মীরা। বিজেপি কর্মীরা এদিন রাজ্য সরকারের বেহাল চিকিৎসাব্যবস্থার অভিযোগ তুলে সরব হন ।



