দেশ বাঁচাও, কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও এই স্লোগান তুলে পথে নামল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন গুলি।
সোমবার এই দাবি তুলে অন্নদাতা দের পাশে এই বার্তা দিয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অবস্থান বিক্ষোভ করল কেন্দ্রীয় ট্রেন ইউনিয়নগুলোর নেতৃত্বরা।

এদিন এই অবস্থান বিক্ষোভে সমস্ত রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা উপস্থিত ছিল।
একই সাথে এই অবস্থান-বিক্ষোভ থেকে কেন্দ্রীয় কৃষি আইনের তীব্র বিরোধিতা জানানো হয়।