নিজস্ব সংবাদদাতা: রবিবার সাতসকালেই উত্তর 24 পরগনা হাবড়া থানার বাইপাস সংলগ্ন জিরাট রোড এলাকায় mn3 বাসের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলেই পড়ে যায় ভ্যানচালক নিতাই অধিকারী।বাসের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়
এমনটাই জানা যায় স্থানীয় সূত্রে। তড়িঘড়ি হাবরা থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নিতাই অধিকারী হাবরা হাসপাতালে নিয়ে আসে। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায় নিতাই অধিকারী বাড়ি কুমড়া পঞ্চায়েতের পাঁচঘরিয়া এলাকায়।