উত্তর 24 পরগনা হাবরা থানার অন্তর্গত এক নম্বর অন্তর্গত গতকাল বুধবার রাতে একটার সময় অগ্নিকান্ডে ভস্মীভূত হলো দুটো বাড়ি।
ভাগ্যক্রমে বেঁচে যাই ফ্যামিলি 10 জন মানুষ একটি ঘরে আগুন লাগার পরে চিৎকারে বেরিয়ে আসে আর একটি ঘরের চারজন, শিবুপদ ভট্টাচার্য্য জানায় তারা ঘুমের মধ্যে আগুন লেগে যায়।
যখন বুঝতে পারে তার স্ত্রী গীতা ভট্টাচার্য ও তার বড় ছেলে প্রদীপ ভট্টাচার্য বৌমা স্বপ্না ভট্টাচার্য এবং দুই ছেলে দেবাশীষ ও জিৎ বেরিয়ে আসে।
সুব্রত ভট্টাচার্যের বাড়ি সিলিন্ডার ফেটে গিয়ে অপরদিকে সঞ্জয় দের বাড়িতে আগুন লেগে যায় তড়িঘড়ি তাদের দুই সন্তান নিয়ে বেরিয়ে আসে।
প্রতিবেশীরা ফায়ার বিগেট চেষ্টায় আগুন আয়তন।সর্বহারা দুটো পরিবার আজ তারা অসহায় হয়ে পড়েছে।