মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা থানার নকপুল এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর।
স্থানীয় সূত্রে জানা যায় দ্রুতগতিতে ছুটে আসা একটি লরির ধাক্কায় বাইক আরোহী সুদর্শন সেন 18 বেড়গুমের বাসিন্দা কে সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলে বাইক নিয়ে ছিটকে পড়ে যায় সুদর্শন তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা হাবরা হাসপাতলে নিয়ে আসে গুরুতর আহত সুদর্শন কে।
হাবরা হাসপাতলে আহত সুদর্শন কে আনা হলে ডাক্তাররা জানায় মৃত্যু হয়েছে সুদর্শনের।