শ্রী শঙ্খ সেবা ফোরাম ও নলকুড়া বাদু বারোয়ারী তলা শক্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপন করা হলো।

উওর ২৪ পরগনা জেলার আমফান ঝড়ে গাছের ক্ষতি হয়েছে।সেই কারনেই নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন গড়ার উদ্দ্যোগ নিলেন শ্রী শঙ্খ সেবা ফোরামের এবং শক্তি সংঘ ক্লাব।
দুই সংগঠনের উদ্যোগে আজ বাদু এলাকায় ৫০ টি মেহেগুনি গাছ লাগানো হয়,এদিন বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন শ্রী শঙ্খ সেবা ফোরামের কর্ণধার ও মাতৃসাধক শঙ্খ চ্যাটার্জী এর পর শক্তি সংঘ ক্লাবের অন্যান্য সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।




বৃক্ষ রোপন কর্মসূচী নিয়ে শঙ্খ চ্যাটার্জি বলেন শুধু বাদু এলাকা নয় সুন্দরবনের রুপমারি, বারাসাত , মধ্যমগ্রাম, কোলকাতা বিভিন্ন জায়গায় আগামীদিনে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে।