মদ্যপ অবস্থায় গাড়ি ঘোরাতে গিয়ে বারাসাত সাইটিং এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেল ভগিরথ বর নামে এক বৃদ্ধ।
এলাকার লোকজনের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ির খালাসী গাড়িটিকে পিছনে সরাতে গিয়ে বৃদ্ধের সাথে ধাক্কা লাগে গাড়িটির ।বারবার চেঁচামেচি করা সত্ত্বেও খালাসী কিছু শুনতে পায়নি।ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধর|

পাশাপাশি অন্যান্য কর্মচারীদের অভিযোগ ড্রাইভার গাড়ি রেখে প্রায়ই ঘুমিয়ে পড়ে খালাসীরাই গাড়ি ঘোরায় ।বারবার ইউনিয়নকে জানিয়েও কোনো সুরাহা হয়নি।




এর পরে ঘটনাস্থলে আসে বারাসাত থানার পুলিশ ও জিআরপি আধিকারিকরা।দেহটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বারাসাত হসপিটালে।