এই নভেম্বর মাস জুড়ে সাইকেল মিছিল চলছে। ২৬ নভেম্বর বনধের ডাক দিয়েছে বাম কংগ্রেস তাই আজ বামেরা সাইকেল মিছিল করে মছলন্দপুর বলাকা ক্লাবের মাঠ থেকে শুরু করে মছলন্দপুরের বিভিন্ন এলাকায় ঘুরে মিছিল শেষ হয় মছলন্দপুর বামুন ডাঙ্গায় গিয়ে শেষ হয়।
৭দফা দাবি নিয়ে পথে নামতে দেখাগেল বামেদের কৃষকরা যাতে সঠিক মূল্য পায় তার ব্যবস্থাকরতে হবে এবং যে সমস্ত পরিবার আইকর দেয় না তাদের পরিবারকে আগামী ছয় মাস ৭৫০০টাকা ব্যাঙ্কে মাধ্যমে দেওয়ার আবেদন জানান।
২৬নভেম্বর বনধ সফল করতে সাধরন মানুষ সমর্থন করবে এবং লকডাইনে যারা কাজ হারিয়েছে বিপর্যস্ত মানুষ আমাদের সাথে এই আন্দোলনে থাকবে। তাই মনে করছেন বৃহস্পতিবার বনধ সফল হবে জানান স্বপ্না ঘোষ বামেদের এরিয়া কমিটির সম্পাদিকা।