আজ সোমবার,সকাল 9 টা 25 মিনিটে শুভম সাহার মৃতদেহ উদ্ধার হয়,
ইছামতি খালে তল্লাশি চালাচ্ছে ডুমুরিয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট
বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার চারঘাট টিপি অঞ্চলের ইছামতি খালে পিকনিকের নৌকা দুর্ঘটনা। কলকাতা ভবানীপুর থানা এলাকা থেকে একদল পিকনিক পার্টি এসেছিল পিকনিক করতে। বিকেল পাঁচটা নাগাদ ৯, জনের একটি দল নৌকায় উঠে নৌকা বিহারে যায় ইছামতি খালে।

সেই নৌকা উল্টে গিয়ে বেশ কয়েকজন নদীর জলে পড়ে যায়। তার মধ্যে দুজনের মৃতদেহ উদ্ধার হয় নাম সোমনাথ সরকার ও শুভম সাহা, নিখোঁজ আর নেই । এদের বয়স ২৫ থেকে ৩০এর মধ্যে।
কি করে এই দুর্ঘটনা হল জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে স্বরূপনগর থানার পুলিশ রয়েছে নিখোঁজ পর্যটকের ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের দল আজ তল্লাশি চালিয়ে শুভম এর দেহ উদ্ধার করে।