লকডাউনে নিউটাউন জ্যোতিনগর এলাকায় খালপাড়ে দোকানের নীচে বসে চুটিয়ে দেশি মদ বিক্রির আসর।
বেশ কয়েকজন যুবক দেশি মদ বিক্রি করার অভিযোগ। সূত্র মারফত খবর পেয়ে নিউটাউন থানার পুলিশের হানা।
পুলিশ দেখে ছুটে পালিয়ে যায় বিক্রেতা থেকে ক্রেতা। এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার অনেক দেশি মদের বোতল।
বিক্রেতার খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।