Protests demanding closure of liquor stores

মদের দোকান বন্ধের দাবিতে নির্মীয়মান দোকানের সামনে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মিনাখাঁ ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বড়োবাড়ি গ্রামে। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে,আদিবাসী অধ্যুষিত বড়বাড়ি গ্রামে সম্প্রতি স্থানীয় এক ব্যবসায়ী লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে। দোকান ঘর তৈরি হয়েছে, দোকানটি খোলার প্রস্তুতি চলছে।

এলাকায় মদের দোকান হলে এলাকার পরিবেশ নষ্ট হবে অভিযোগ এনে এদিন দুপুরে দোকানটি সামনে বিক্ষোভ শুরু করে বাসিন্দারা।

বাসিন্দাদের বক্তব্য, দোকানটি চালু হলে মদ্যপের সংখ্যা বাড়বে। বাইরের মানুষের আনাগোনায় এলাকার পরিবেশ নষ্ট হবে।

আমাদের এলাকাটি আদিবাসী অধ্যুষিত। গ্রামে মদের দোকান হলে গ্রামে মদ্যপের সংখ্যা বাড়বে। বাসিন্দাদের দদাবি গ্রামে তারা কোনমতেই মদের দোকান খুলতে দেবেনা তারা।

যতক্ষণ পর্যন্ত মদের দোকান বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে।”

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here