রাস্তার সারমেয় কে গাড়ি দিয়ে চাপা দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে, দুষ্কৃতিদের পিস্তলের বাটের ঘায়ে আহত প্রতিবাদিরা। ঘটনাটি ঘটেছে ভাটাপাড়া ২৯ নং ওয়ারডের হিন্দুস্থান কলোনি এলাকায়।
গতকাল গভীর রাতে জাইলো গাড়ি করে শ্যামনগর কাপতেপাড়া রোড দিয়ে যাবার সময়, পথের ধারে শুয়ে থাকা সারমেয়দের চাপা দেয় ওই জাইলো গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা প্রতিবাদ করলে তাদের কে পিস্তলের বাট দিয়ে মারতে থাকে।
এমনকি গুলি করে দেবার ও হুমকি দেয়।

এরই প্রতিবাদে আজ দীর্ঘক্ষন রাস্তা অবোরোধ করে রাখে এলাকার স্থানিয় মহিলারা থেকে এলাকার নাগরিকরা। তাদের অভিযোগ প্রশাসন নির্বিকার।
দিনকে দিন জগদ্দল এলাকায় দুষ্কৃতিদের দৌরাত্ম বেরে গেলে ও পুলিশের কোন হেলদোল নেই। আতংকে দিন কাটাচ্ছে এলাকার বাসিন্দারা। দুই মাস আগে ও দুষ্কৃতিরা গুলি করে এক যুবককে। এরপরেও আবার এমন ঘটনায় ক্ষোভে ফুসছে এলাকার বাসিন্দারা।