উত্তর 24 পরগনা বারাসাত জেলাশাসকের দপ্তরে বেশ কয়েক দফা দাবিতে ভারতীয় আদিবাসী ও তপশিলি জাতি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান কর্মসূচি ছিল বৃহস্পতিবার।
কর্মসূচি দিতে গিয়ে বারাসাত জেলাশাসকের দপ্তরে আধিকারিক তানিয়া পারভিন কে বিক্ষোভকারীরা রীতিমতো হুমকি দিতে থাকেন। যদি তাদের কাজ এবারেও না পান তারা তাহলে তার বদলি করিয়ে দেবেন এমনই হুমকির গলায় কথা বলতে থাকেন সুকুমার সরদার।
আগত নির্বাচনে সমস্ত ভোট পাবে বিজেপি জেলা শাসকের দপ্তরে দাঁড়িয়ে বললেন তপশিলি জাতির সভাপতি সুকুমার সরদার
আগত নির্বাচনের সমস্ত ভোট পাবে বিজেপি দিদি একটি ভোট পাবেন না এইভাবেই হুঙ্কারের গলায় বারাসাত জেলাশাসকের দপ্তরে দাঁড়িয়ে হুংকার ছাড়লেন আদিবাসী তপশিলি জাতির উন্নয়নের সভাপতি সুকুমার সরদার।
দশ বছরে কোন উন্নয়ন হয়নি এই সরকার যদি আরও থাকে তাহলে মানুষ হাহাকার করবে সন্ত্রাস হবে রক্তগঙ্গা বইয়ে এই ভাবেই বিজেপিকে ভোট দেবে বলে জানালেন সুকুমার সরদার।