বসিরহাট মহাকুমার সন্দেশখালি থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের,মানিক মোড় এলাকার ঘটনা।
ভান্ডার খালি থেকে পিকনিক করে গভীর রাতে বাড়ি ফিরছিল একটা মোটরবাইকে তিন বন্ধু সৌভিক মন্ডল (১৭), রুপম মন্ডল ও প্রীতম বিশ্বাস,এদের বাড়ি সিতুলিয়া,মানিক মোড়ে কাছে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে সজোরে মোটর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে তিনজন গুরুতর ভাবে আহত হয়।

তারপর স্থানীয় বাসিন্দারা তাদের কে উদ্ধার করে খুলনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে,সৌভিক মন্ডল কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে কলকাতা এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি মাথায় কোন হেলমেট ছিল না, এবং জোরে গাড়ি চালানোর জন্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানান।




ঘটনাস্থলে সন্দেশখালি থানা পুলিশ গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। ওই তিন যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হবে আজ সোমবার।