nimta murder

গতকাল গভীর রাতে বেলঘড়িয়া আদর্শনগরে নিমতার রবীন্দ্রনগরের যুবককে লক্ষ্য করে গুলি। কি কারণে গুলি তা জানা না জানা যায়নি। গুলিবিদ্ধ যুবকের নাম শুভঙ্কর পাল (24)। সে ব্যাগের কারখানার কর্মী।
পুলিশ সূত্রের খবর, শুভঙ্করের বুকে গুলি লাগে। নিমতা থানার পুলিশ গুলিবিদ্ধ যুবকের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে কথা বলেন।

nimta murder

কি কারণে গুলি চলে তা জানার চেষ্টা করছে নিমতা থানার পুলিশ। এই ঘটনায় স্থানীয় একটি মিষ্টির দোকানের যোগ উঠে আসছে। পুলিশ সূত্রের খবর, ওই দোকানে গুলিবিদ্ধ যুবক আড্ডা দিত। ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে নিমতা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই মিষ্টির দোকান মালিক অজয় বাড়ুই। গুলিবিদ্ধ যুবকের মা জানান, তিনি জানতেন না ছেলে গুলিবিদ্ধ হয়েছে।

nimta murder 1

গতকাল রাতে ছেলে বেরিয়ে যায়। এরপর আর বাড়ি ফেরেনি। গভীর রাতে মেয়ে জানায় ছেলের বুকে ব্যথা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে পুলিশ এসে বলে গুলি লেগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here