মধ্যমগ্রাম বাদু কাঞ্চনতলা গো পুজোর আয়োজন শ্রী নারায়ন গোসালায়।
উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র,তথা কোর কমিটির সদস্য,পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান,আন্তর্জাতিক মারোয়ারী সন্মেলনের সভাপতি,প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ।
দীনেশ বাজাজের নেতৃত্বেই প্রতিবছর এই দিনে গোপাষ্টমী উপলক্ষে গো পুজোর আয়োজন করা হয় শ্রী নারায়ণ গোসালায়।
সকাল ১১টা থেকে শুরু হয় এই পুজোর।সম্পুর্ন আয়োজনে শঙখ চ্যাটার্জি।সকাল থেকেই চলে এই পুজোর আয়োজন।
শঙখ চ্যাটার্জি নিজেই এই গোটা প্রক্রিয়ার আয়োজন করেন।