বনগাঁ: বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বনগায় আন্দোলন করছিল চিরুনি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকেরা।

দিন কয়েক আগে মালিক সংগঠনের পক্ষ থেকে তাদের বেশ কিছু দাবি মেনে নিয়ে বেতন কাঠামোর নতুন চুক্তি করায় শুক্রবার আবির খেললো শ্রমিকেরা। শুক্রবার দুপুরে আইএনটিটিইউসি পরিচালিত রামনগর রোডের অফিসের সামনে আবির খেলা ও মিষ্টিমুখ করা হয়।




শ্রমিকনেতা রঞ্জন সেন বলেন” আমরা প্রায় 600 শ্রমিক রয়েছে। কারখানার মালিকেরা প্রায় 70% দাবি মেনে নিয়েছে আমাদের। তাই খুশিতে আজ আবির ফেলে মিষ্টিমুখ করছে শ্রমিকরা|