বনগাঁ: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই জন কে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, বুধবার রাতে খবর পেয়ে পেট্রাপোল থানা এলাকার খলিদপুর জোড়া রাস্তার মোড় থেকে তাদের আটক করে পুলিশ। ধৃতদের নাম, মিলন রায় ও অজয় দত্ত। বনগাঁ শিমুলতলা এলাকার বাসিন্দা।
জেরায় ধৃতরা জানায় তারা ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে একটি আয়রন রড উদ্ধার হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।