বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ ১ দালাল সহ ৩ বাংলাদেশিকে আটক করে বি এস এফ ।
বাগদা থানা পুলিশের হাতে তুলে দিল l
সূত্রে খবর গতকাল রাতে বাগদার রানাঘাট সীমান্ত দিয়ে তিন-চারজন সন্দেহভাজন রানাঘাট এর দিক থেকে আসার সময় ৯৯ ব্যাটেলিয়ানে সীমান্তরক্ষী বাহিনী আটক করে l
তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা দালাল ধরে বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে প্রবেশ করেছে l
https://www.todaybengal.co.in/country/rheachakraborty-arrested/
ধৃতদের নাম তন্ময় রায়, বৃষ্টি রায়, বন্যা বিশ্বাস সকলের বাড়ি বাংলাদেশ এবং ভারতী বিশ্বাস নামে এক দালাল ধরে তারা ভারতে প্রবেশ করেছে l
দালাল ও তিন বাংলাদেশীকে বাগদা থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর ৯৯ ব্যাটেলিয়ন l